বিদায়ী মঞ্চ সাজিয়েছে কৃষ্ণচূড়া
অথবা বেঁচে থাকা ভালোবাসা।
কখনো আড্ডা, অযথা সেলফি, ক্লান্ত সন্ধ্যা
ক্যাম্পাসের ঝড় রকিং কন্সার্ট
কখনো Billgates, অথবা হেডফোনে Dire straits
জুড়ে শব্দগুলো Meaningless, উড়ে বেড়ায়।
এখনও থমকে দাঁড়িয়ে সেই কৃষ্ণচূড়া
নিরবে হারিয়ে যাওয়া ভালোবাসা।